পবিত্র কুরআনুল কারীমের ১১৪ টি সূরার নাম ও সূরার বাংলা অর্থসহ।
০১: সুরাঃ ফাতিহা - অর্থ = সূচনা।
০২: সুরাঃ বাক্বারাহ - অর্থ =গাভী।
০৩: সুরাঃ আলে-ইমরান - অর্থ = ইমরানের পরিবার।
০৪: সুরাঃ নিসা - অর্থ = নারী জাতি।
০৫: সুরাঃ মায়িদাহ - অর্থ = খাদ্যপরিবেশিত টেবিল।
০৬: সুরাঃ আন'আম - অর্থ = গৃহপালিত পশু।
০৭: সুরাঃ আ'রাফ - অর্থ =উচ্চস্থানসমূহ।
০৮: সুরাঃ আনফাল - অর্থ =যুদ্ধলব্ধ ধনসম্পদ।
০৯: সুরাঃ তাওবা - অর্থ =অনুশোচনা।
১০: সুরাঃ ইউনূস - অর্থ =হযরত ইউনুস (আঃ)।
১১: সুরাঃ হুদ - অর্থ =হযরত হুদ (আঃ)।
১২: সুরাঃ ইউসুফ - অর্থ = হযরত ইউসুফ (আঃ)।
১৩: সুরাঃ রা'দ - অর্থ =বজ্রপাত।
১৪: সুরাঃ ইব্রাহীম - অর্থ =হযরত ইবরাহীম (আঃ)।
১৫: সুরাঃ হিজর - অর্থ =পাথরের পাহাড়।
১৬: সুরাঃ নাহল - অর্থ =মৌমাছি।
১৭: সুরাঃ বনী ইসরাইল - অর্থ =ইসরাইলের বংশধর।
১৮: সুরাঃ কাহফ - অর্থ =গুহা।
১৯: সুরাঃ মারইয়াম - অর্থ =ঈসা (আ) এর মাতার নাম।
২০: সুরাঃ ত্ব-হা - অর্থ =দুটি আরবি হরফ।
২১: সুরাঃ আম্বিয়া - অর্থ =নবীগণ।
২২: সুরাঃ হাজ্জ - অর্থ = মহাসম্মেলন।
২৩: সুরাঃ মু'মিনুন - অর্থ =বিশ্বাসীগণ।
২৪: সুরাঃ নূর - অর্থ =জ্যোতি।
২৫: সুরাঃ ফুরক্বান - অর্থ =পার্থক্যকারী।
২৬: সুরাঃ শু'আরা - অর্থ =কবিগণ।
২৭: সুরাঃ নামল - অর্থ =পিপীলিকা।
২৮: সুরাঃ ক্বাসাস - অর্থ =কাহিনী।
২৯: সুরাঃ আনকাবূত - অর্থ =মাকড়সা।
৩০: সুরাঃ রূম - অর্থ =রোমান জাতি।
৩১: সুরাঃ লুকমান - অর্থ =একজন প্রজ্ঞাবান অলীর নাম।
৩২: সুরাঃ সাজদাহ - অর্থ =সিজদা।
৩৩: সুরাঃ আহযাব - অর্থ =সংযুক্ত শক্তিসমূহ।
৩৪: সুরাঃ সাবা - অর্থ =একটি নগরের নাম।
৩৫: সুরাঃ ফাতির - অর্থ =আদিস্রষ্টা।
৩৬: সুরাঃ ইয়াসিন - অর্থ =ইয়াসিন।
৩৭: সুরাঃ সাফ্ফাত - অর্থ =সারিবদ্ধভাবে দাঁড়ানো।
৩৮: সুরাঃ সোয়াদ - অর্থ =একটি আরবি হরফ।
৩৯: সুরাঃ যুমার - অর্থ =দলবদ্ধ জনতা।
৪০: সুরাঃ মুমিন - অর্থ =বিশ্বাসী।
৪১: সুরাঃ ফুসসিলাত (হামীম সিজদাহ)
-অর্থ =সুস্পষ্টবিবরণ।
৪২: সুরাঃ শূরা - অর্থ =পরামর্শ।
৪৩: সুরাঃ যুখরূফ - অর্থ =স্বর্ণালংকার।
৪৪: সুরাঃ দুখান - অর্থ =ধোঁয়া।
৪৫: সুরাঃ জাছিয়াহ - অর্থ =নতজানু।
৪৬: সুরাঃ আহক্বাফ - অর্থ =বালুর পাহাড়।
৪৭: সুরাঃ মুহাম্মদ - অর্থ =সর্বশেষ নবী ও রাসূলের নাম।
৪৮: সুরাঃ ফাত্হ - অর্থ =বিজয়।
৪৯: সুরাঃ হুজুরাত - অর্থ =বাসগৃহসমূহ।
৫০: সুরাঃ ক্বাফ - অর্থ =একটি আরবি হরফ।
৫১: সুরাঃ যারিয়াত - অর্থ =বিক্ষেপকারী।
৫২: সুরাঃ তূর - অর্থ =তুর পর্বত।
৫৩: সুরাঃ নাজম - অর্থ =তারকা।
৫৪: সুরাঃ ক্বামার - অর্থ =চাঁদ।
৫৫: সুরাঃ আর-রাহমান - অর্থ =পরম করুণাময়।
৫৬: সুরাঃ ওয়াক্বিয়া - অর্থ =নিশ্চিত ঘটনা।
৫৭: সুরাঃ হাদীদ - অর্থ =লোহা।
৫৮: সুরাঃ মুজাদিলাহ - অর্থ =অনুযোগকারী নারী।
৫৯: সুরাঃ হাশর - অঅর্থ =মহাসমাবেশ।
৬০: সুরাঃ মুমতাহিনা - অর্থ =পরীক্ষাসাপেক্ষ নারী।
৬১: সুরাঃ সাফ - অর্থ =সারিবদ্ধ সৈন্যদল।
৬২: সুরাঃ জুমুআহ - অর্থ =সম্মেলন।
৬৩: সুরাঃ মুনাফিকুন - অর্থ =কপট বিস্বাসীগন।
৬৪: সুরাঃ তাগাবুন - অর্থ =মহা বিজয়।
৬৫: সুরাঃ তালাক - অর্থ =বিচ্ছেদ।
৬৬: সুরাঃ তাহরীম - অর্থ =নিষিদ্ধ করন।
৬৭: সুরাঃ মূলক - অর্থ =সার্বভৌম কর্তৃত্ব।
৬৮: সুরাঃ ক্বালাম - অর্থ =কলম।
৬৯: সুরাঃ হাক্ক্বাহ – অর্থ =নিশ্চিত সত্য।
৭০: সুরাঃ মা'আরিজ - অর্থ =উন্নয়নের সোপান।
৭১: সুরাঃ নূহ - অর্থ =হযরত নুহ (আঃ)।
৭২: সুরাঃ জ্বিন - অর্থ =জ্বিনজাতি।
৭৩: সুরাঃ মুয্যাম্মিল - অর্থ =কম্বল আবৃত নবী।
৭৪: সুরাঃ মুদ্দাসসির - অর্থ =চাদর আবৃত নবী।
৭৫: সুরাঃ ক্বিয়ামাহ - অর্থ =পুনরুত্থান।
৭৬: সুরাঃ দাহর - অর্থ =মানবজাতি।
৭৭: সরাঃ মুরসালাত - অর্থ=প্রেরিত পুরুষগণ।
৭৮: সুরাঃ নাবা - অর্থ =মহা সংবাদ।
৭৯: সুরাঃ নাযিয়াত - অর্থ =প্রচেষ্টাকারী।
৮০: সুরাঃ 'আবাসা - অর্থ=তিনি ভ্রুকুটি করলেন।
৮১: সুরাঃ তাকবীর - অর্থ=অন্ধকারাচ্
ছন্ন।
৮২: সুরাঃ ইনফিত্বার - অর্থ =বিদীর্ণ করণ।
৮৩: সুরাঃ মুতাফ্ফিফীন - অর্থ =প্রবঞ্চনা করা।
৮৪: সুরাঃ ইনশিক্বাক্ব - অর্থ =চূর্ণবিচূর্ণ করণ।
৮৫: সুরাঃ বুরূজ - অর্থ=নক্ষত্রপু৮৫: সুরাঃ বুরূজ - অর্থ=নক্ষত্রপুঞ্জ।
৮৬: সুরাঃ ত্বারিক্ব - অর্থ =রাতের আগন্তুক।
৮৭: সিরাঃ আ'লা - অর্থ =সর্বোউপরে।
৮৮: সুরাঃ গ্বাশিয়াহ্ - অর্থ =বিহ্বলকারী ঘটনা।
৮৯: সুরাঃ ফাজর - অর্থ =ভোরবেলা।
৯০: সুরাঃ বালাদ - অর্থ =নগর।
৯১: সুরাঃ শামস - অর্থ =সূর্য।
৯২: সুরাঃ লাইল - অর্থ=রাত্রি।
৯৩: সুরাঃ দ্বোহা - অর্থ =স্বস্থের সময়।
৯৪: সুরাঃ ইনশিরাহ - অর্থ =বক্ষ প্রশস্তকরণ।
৯৫: সুরাঃ তীন - অর্থ =ডুমুর জাতীয় ফল।
৯৬: সুরাঃ আলাক - অর্থ =রক্তপিণ্ড।
৯৭: সুরাঃ ক্বদর - অর্থ =মহিমান্বিত।
৯৮: সুরাঃ বাইয়্যিনাহ - অর্থ =সুস্পষ্ট প্রমাণ।
৯৯: সুরাঃ যিলযাল - অর্থ =ভূমি কম্পন।
১০০: সুরাঃ আদিয়াত - অর্থ =অভিজান কারী।
১০১: সুরাঃ ক্বারি'আহ - অর্থ =মহা সংকট।
১০২: সুরাঃ তাকাছুর - অর্থ =প্রাচুর্যের প্রতিযোগিতা।
১০৩: সুরাঃ 'আসর - অর্থ =সময়/যুগ।
১০৪: সুরাঃ হুমাযাহ - অর্থ =পরনিন্দাকারী।
১০৫: সুরাঃ ফীল - অর্থ =হাতি।
১০৬: সুরাঃ ক্বুরাইশ - অর্থ =একটি গোত্রের নাম।
১০৭: সুরাঃ মা'ঊন - অর্থ =সাহায্য\সহযোগিতা।
১০৮: সুরাঃ কাওসার - অর্থ =প্রাচুর্য।
১০৯: সুরাঃ কাফিরূন - অর্থ =অবিশ্বাসী গোষ্ঠী।
১১০: সুরাঃ নাসর - অর্থ =স্বর্গীয় সাহায্য।
১১১: সুরাঃ লাহাব - অর্থ =জ্বলন্ত অঙ্গার।
১১২: সুরাঃ ইখলাস - অর্থ =একত্ব।
১১৩: সুরাঃ ফালাক্ব - অর্থ =নিশিভোর।
১১৪: সুরা : নাস - অর্থ =মানুষ জাতি।
JudiMpo adalah situs judi online terbaru 24 jam dengan permainan paling lengkap dan terbaik di indonesia. JudiMpo adalah situs yang sangat populer dengan tampilan begitu elegant yang memberikan kenyamanan bagi para bettor judi online. Terlebih khususnya yang menggemari permaian judi mpo slot online terbaru dan agen joker123 yang sangat terpercaya.
ReplyDeletehttp://slotwhitelabel.com